logo

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | ৫ আশ্বিন, ১৪২৭

header-ad

সোনমকে খোঁচা মেরে যা বললেন তসলিমা!

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১২ মে ২০১৮

বলি সুন্দরী সোনম কাপুরের বিয়েকে ঘিরে সরব ছিল সোশ্যাল মিডিয়াগুলো। বিয়ের অনুষ্ঠান থেকে বিয়ের রাতের অনুষ্ঠান সবই ছিল মিডিয়ার নজরে।

এবার সেই সোশ্যাল মিডিয়ায় সোনমকে খোঁচা দিলেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। বিয়ের পর সোনম নিজের নাম ‘সোনম কাপুর’ এর জায়গায় লিখতে শুরু করেন ‘সোনম কে আহুজা’। আনন্দ আহুজার সঙ্গে বিয়ের দিন সকালেই অনুষ্ঠানের সমাপ্তির পর নিজের পদবি পাল্টে ফেলেন সোনম।

আর এ বিষয়টি নিয়েই তসলিমা নাসরিন খোঁচা মারলেন সোনমকে ।

সোনমের বিরুদ্ধে তসলিমা নাসরিন টুইটারে প্রশ্ন তোলেন, কেন সোনম নিজের পদবি পরিবর্তন করলেন? কেন তার স্বামী আনন্দ আহুজা পরিবর্তন করেননি তার নিজের পদবি?

যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি সোনমের পক্ষ থেকে থেকে।

বিয়ের আগে অনেক সাক্ষাৎকারে সোনম নারীদের প্রগতি নিয়ে কথা বলেন। সম্প্রতি তার ‘বীরে দি ওয়েডিং’এর ট্রেলারেও নারীদের স্বাধীন মানসিকতা নিয়ে তাকে কথা বলতে দেখা গেছে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি