logo

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ১২ আশ্বিন, ১৪২৭

header-ad

‘আমার সাথে শাকিবের কেমিস্ট্রি দারুণ’

ওমর সানি | আপডেট: ১৯ জুন ২০১৮

‘আমার সাথে শাকিবের কেমিস্ট্রি দারুণ। প্রায় সব ছবি সুপারহিট। আবার মৌসুমীর সাথে কেমিস্ট্রি আরও জমজমাট, প্রতিটি ছবিই সুপারহিট। ঈদে 'চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া' কেমন হলো প্রমাণ দিয়েছে দর্শক। কারণ আমরা তিনজনই একই ছবিতে। অভিনন্দন জানাই উত্তম আকাশ ও সেলিম ভাইকে।’

‘ঈদে সফলতার জন্য অভিনন্দন জানাই আমার দেশি (বরিশাল) ভাই সিয়ামকে, ভালো করেছিস সিয়াম। আরেকজনকে স্বাগত জানাই চলচ্চিত্রে, সে হলো পরিচালক রায়হান রাফী।’

‘আমি দর্শক, ভক্ত সবার প্রতি কৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। দোয়া করবেন যেন আজীবন আমরা এ ভালোবাসার মর্যাদা রাখতে পারি।’

(ঢালিউডের জনপ্রিয় নায়ক ওমর সানির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি