logo

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ১ কার্তিক, ১৪২৫

header-ad

চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে বাংলাদেশে রোজা

ধর্ম ডেস্ক | আপডেট: ১৬ মে ২০১৮

সৌদি আরবে কাল বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে। মঙ্গলবার দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশেটির ‘সাবাক’ নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে। 

এদিকে আজ বুধবার বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। সে হিসেবে শুক্রবার থেকে রোজা শুরু হচ্ছে বাংলাদেশে। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

অপরদিকে আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে রোজা হলে ঈদুল ফিতর হতে পারে ১৫ জুন। মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াতে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এই দুটি দেশের চাঁদ দেখা কমিটি এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের বরাত দিয়ে মালয়েশিয়ার এক মুখপাত্র জানান, সারাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এই তারিখ নির্ধারণের বিষয়টি দেশটির রাজা ইয়াং দি-পার্তুয়ান অ্যাগং সম্মতি জানিয়ে এক নির্দেশ জারি করেছেন। এছাড়া একই দিনে পবিত্র রমজান শুরু হবে অস্ট্রেলিয়াতে। দেশটির ইমামদের সংগঠন এই বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া বুধবার পবিত্র রমজান মাস পালন শুরু করবে তুরস্ক। চাঁদ দেখার পর এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপেও বুধবার থেকেই রোজা শুরু হচ্ছে।

ফেমাসনিউজ২৪/জেডআর/এফএম