logo

বুধবার, ২০ মার্চ ২০১৯ | ৬ চৈত্র, ১৪২৫

header-ad

ঈদ হতে পারে ২৩ আগস্ট!

ধর্ম ডেস্ক | আপডেট: ২২ জুলাই ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে আগামী ২২ আগস্ট বুধবার। এ তথ্য জানিয়েছে দেশটির শারজাহ মহাকাশ এবং জ্যোতির্বিদ্যা কেন্দ্র। এ খবর দিয়েছে খালিজ টাইমস।

কেন্দ্রের উপ-পরিচালক ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী ২২ আগস্ট ঈদুল আজহার সবচেয়ে সম্ভাবনাময় দিন।

তিনি গণমাধ্যমকে জানান, আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী আগামী ১২ আগস্ট রোববার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরদিন ১৩ আগস্ট থেকে জিলহজ মাসের দিন গণনা শুরু হবে।

ইব্রাহিম আল জারওয়ান জানান, সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সেই হিসাব অনুযায়ী আরব আমিরাতে আগামী ২২ আগস্ট ঈদুল আজহা পালিত হতে পারে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের সাথে স্থান ও সময়ের পার্থক্যের কারণে সেখানে চাঁদ দেখার পরদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসাবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে ২৩ আগস্ট বৃহস্পতিবার।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম