logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

পবিত্র আখেরি চাহার শোম্বা ৭ নভেম্বর

ধর্ম ডেস্ক | আপডেট: ১১ অক্টোবর ২০১৮

বাংলাদেশের আকাশে গতকাল বুধবার কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা (দিনপঞ্জি হিসাবে কাল শুক্রবার) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। আগামী ৭ নভেম্বর বুধবার সারা দেশে পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হয়- বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি