logo

সোমবার, ২৭ মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

চল যাই, চল যাই মাদিনা

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮

চল যাই, চল যাই মাদিনা এ শিরনামে একটি নাতে রাসূল। নাতে রাসূলটিতে নবী করিম (সা.) এর প্রতি একজন মুমিনের কি রকম ভালোবাসা থাকে তা ফুটে উঠেছে। এর গীতিকার কবি সাকিব জামাল। নাতে রাসূলটিতে সুর দিয়েছেন এনামুল কবির। সুরকার নিজেই এটি গাইছেন।

মন বলেরে, বলেরে
চল যাই, চল যাই মাদিনা,
দুরুদ সালাম দিয়ে আসি,
নবীজীকে ভালোবাসি
এতো ভালো আরতো কিছু বাসি না।

মাদীনার ধুলো মাটি
নবী পেয়ে হলো খাঁটি
আঁধার সেথা কেটে গেলো
জ্বলে উঠে হেরার আলো
ঐ আলোর পথে চলি-
আর কোন পথ ভালো বাসি না।

কিয়ামতের কঠিন দিনে
রাসুলের সুপারিশ বিনে
কেউতো পার পাবে না ।
সেদিন যেন নবী আমায়,
উম্মত বলে নেয় মেনে হায়
এছাড়া আরতো কিছু চাই না।

ফেমাসনিউজ২৪/এফএম/এমএম