
হঠাৎ বৃষ্টিপাতে দুর্ভোগে পড়েছেন ইজতেমায় যোগ দেয়া মুসল্লিরা। বৃষ্টির কারণে ইজতেমা ময়দানের অভ্যন্তরে যাতায়াতের রাস্তাঘাটগুলো কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে মুসল্লিদের চালাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
রোববার ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা ইজতেমায় মায়দানে আসতে শুরু করেছেন। প্রথম পক্ষের ইজতেমা মতোই দেশের বিভিন্ন স্থান থেকে বাস-ট্রাক, কার-পিক-আপসহ বিভিন্ন যানবাহনে করে ইজতেমাস্থলে আসছেন তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসল্লিরা।
তারা ইজতেমা ময়দানের নির্ধরিত স্থানে অবস্থান নিচ্ছেন। আগামীকাল সোমবার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের ইজতেমা ময়দানে আসা অব্যাহত থাকবে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের শতাধিক বিদেশি মেহমান ইজতেমায় অংশগ্রহণ করেছেন।
টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে এ বছর ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে তাবলিগ জামাতের চারদিনব্যাপী ৫৪তম বিশ্ব ইজতেমা। গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালনা করেন মাওলানা জুবায়েরেরপন্থিরা। ১৬ ফেব্রুয়ারি জোবায়েরপন্থিদের পরিচালনায় শেষ হয় আখেরি মোনাজাত।
আজ রোববার ও আগামীকাল সোমবার সা’দপন্থিদের পরিচালনায় ইজতেমার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোমবার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার কার্যক্রম।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম