logo

রবিবার, ১১ এপ্রিল ২০২১ | ২৮ চৈত্র, ১৪২৭

header-ad

মঞ্চ ভেঙে মাটিতে আল্লামা শফী ও বাবুনগরী

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০

ভাঙা মঞ্চ
নারায়ণগঞ্জে একটি ইসলামিক সম্মেলন চলাকালে মঞ্চ ভেঙে পড়ে গেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ আরও অনেকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় সেখানে হুড়োহুড়ি শুরু হয়। পরে ভাঙা মঞ্চেই আলোচনা শুরু হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

পরে ভাঙা মঞ্চেই আলোচনা শুরু হয়
এর আগে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকালে হাজার হাজার মুসল্লির ঢল নামে সেখানে। যোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে মুসল্লিরা রাস্তায় অবস্থান নেয়। এতে করে শহরসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা-নারায়ণগঞ্জ পাগল সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।