logo

শনিবার, ২৬ মে ২০১৮ | ১২ জ্যৈষ্ঠ, ১৪২৫

header-ad

অল্পের জন্য প্রাণ রক্ষা সুরেশ রায়নার

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭

সোমবার গভীর রাতে গাজিয়াবাদ থেকে কানপুর যাওয়ার পথে আগরা-কানপুর হাইওয়েতে ইটাওয়ার কাছে হঠাৎ করেই বার্স্ট করে সুরেশের গাড়ির চাকা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ক্রিকেটার সুরেশ রায়না।

তবে গাড়ির গতি কম থাকায় বড় কোনও ক্ষতি হয়নি রায়নার। বিশেষ কিছু ক্ষতি হয়নি গাড়িটিরও। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে পুলিশ তরফ থেকে অন্য গাড়ি এনে গন্তব্যে পৌঁছে দেওয়া হয় রায়নাকে। পরে রায়না জানান তিনি ভালই আছেন, শারীরিক ভাবে কোনও আঘাত তাঁর লাগেনি।

বুধবার দলীপ ট্রফি ম্যাচ খেলতে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে নামবে ইন্ডিয়া ব্লু দল। ইন্ডিয়া ব্লু-এর অধিনায়কের দায়িত্বে রয়েছেন রায়না। তবে, বিশেষ কিছু চোট না থাকায় বুধবারের ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি।

ফেমাস নিউজ২৪ডটকম/এফ/এন