logo

শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৫ কার্তিক, ১৪২৫

header-ad

ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোয় শাখতার

স্পোর্টস ডেস্ক | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭

ম্যানচেস্টার সিটির অজেয় পথচলার ইতি টানলো শাখতার দোনেৎস্ক। অ্যাগুয়েরাদের হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে ইউক্রেনের ক্লাবটি। বুধবার রাতে সিটিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারিয়েছে শাখতার।

প্রথমার্ধে দুই গোল খেয়ে বসে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানসিটি। ২৬তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বের্নার্দ শাখতারকে এগিয়ে দেওয়ার ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তারই স্বদেশি ডিফেন্ডার ইসমাইলি দস সান্তোস।

সিটি কোচ পেপ গুয়ার্দিওলা ৭০তম মিনিটে ফের্নানদিনিয়োকে বসিয়ে সের্হিও আগুয়েরোকে নামান। যোগ করা সময়ে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের সফল স্পট কিকে ব্যবধান কমায় মৌসুমে প্রথম হারের স্বাদ পাওয়া সিটি। আগেই নকআউট পর্ব নিশ্চিত করা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫। ১২ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী শাখতার।

আরেক ম্যাচে ফেইনুর্ডের মাঠে ২-১ গোলে হারা নাপোলি ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। ইউরোপা লিগে খেলবে ইতালির ক্লাবটি।

ফেমাস নিউজ২৪ডটকম/এফ/এন