logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

ফের বিস্ফোরক তথ্য! ভারতীয় ক্রিকেটারদের যৌনকর্মী সরবরাহ করেন যিনি

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১২ মার্চ ২০১৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শামির স্ত্রী হাসিন জাহান
ভারতের তারকা ক্রিকেটার মোহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান মুখ খুললেই যেন ঘটছে বিস্ফোরণ। হাসিন-শামির ঘটনা যেন টেলিভিশনের ছোট পর্দার সিরিয়াল। প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে।শামিকে কার্যত অভিযোগে অভিযোগে বিদ্ধ করছেন প্রতি মুহূর্তে। যার জেরে জাতীয় দল হোক বা আইপিএল- শামির কেরিয়ারই কার্যত সঙ্কটে। বোর্ডের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট লিস্ট থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন সামি। আইপিএল কেরিয়ারও গভীর অন্ধকারাচ্ছন্ন।

এবার আরও বড় অভিযোগ করেছেন হাসিন জাহান। যার জেরে কেবলমাত্র শামিই নন, ভারতীয় দলের ক্রিকেটারদের ভাবমূর্তিতেও কালির ছিটে।

এবেলার প্রতিবেদনে বলা হয়েছে, হাসিন জানিয়েছেন, কুলদীপ নামের এক ব্যক্তি বেশ কিছু ভারতীয় ক্রিকেটারদের যৌনকর্মী সরবরাহ করেন। শামিকে বিঁধতে গিয়ে এবার অভিযোগের তিরের গতিমুখ ভারতীয় ক্রিকেট দলের প্রতি।

বিস্ফোরণ ঘটিয়ে হাসিনের বক্তব্য, ‘কুলদীপ ভাইয়াকে শামি নিজের বন্ধু বলে পরিচয় দেয়। সমস্ত ক্রিকেটারদের বিষয়ে বলতে পারব না, তবে ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটার কুলদীপকে চেনে। ক্রিকেটারদের সঙ্গেই কুলদীপের ওঠাবসা। কুলদীপই যৌনকর্মী সাপ্লাই করেন শামিকে।’

এর পরেই হাসিন যোগ করেন, ‘কুলদীপ সামিকে জিজ্ঞাসা করে, রাতে কোনও মহিলা লাগবে কি না, তার দর কত! শামিই ঠিক করে কোন মহিলাকে রাতে পাঠানো হবে। শামি বলেন, ‘এই মহিলা কাল এসে সকালে গিয়েছে। অন্য কাউকে পাঠাও। যখন নাম করে শামিকে যৌনকর্মী বেছে নেওয়ার কথা বলা হয় তখন ও বলে, কাজ হয়ে যাওয়ার পরে নাম ভুলে যাই।’

ফেমাসনিউজ২৪.কম/এসআর/এসএম