logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

বাংলাদেশকে অনুশীলনে অসহযোগিতার মূলে হাথুরুসিংহে!

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১৩ মার্চ ২০১৮

ইচ্ছা করেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড অনুশীলনের ক্ষেত্রে বাংলাদেশ দলকে সহযোগিতা করছে না। গত মাসে বাংলাদেশ সফর করে যায় শ্রীলঙ্কা দল। ওই সময় অনুশীলনে সহযোগিতা না করার জন্য বিসিবির বিরুদ্ধে বারবার অভিযোগ করেছিল শ্রীলঙ্কা দল। ধারণা করা হচ্ছে, এবার তারই প্রতিশোধ নিচ্ছে শ্রীলঙ্কা।

শুধু প্রতিশোধ নেওয়াই নয়, এরমধ্যে একটা কূট চালও আছে বলে মনে করা হচ্ছে। আর এই চাল চালছেন হাথুরুসিংহেই। তিনি চান না বাংলাদেশ ফাইনালে খেলুক। তিনি চাইছেন শ্রীলঙ্কা ভারত ফাইনাল হোক। আর তাতে তিনি চলে আসার কারণেই বাংলাদেশ দলের শোচনীয় অবস্থা হয়েছে- এটা যেমন প্রমাণ হবে, তেমনি দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা দলের যে আমুল পরিবর্তন হয়েছে- সেটাও প্রমাণ হবে। এতে কোচ হিসেবে মাথা উঁচু হবে হাথুরুর।

গতকাল অনুশীলন না করেই বিরক্ত নিয়ে হোটেলে ফিরে যায় বাংলাদেশ দল। সিংহলিজ ক্রিকেট ক্লাবের নেটে যে ধরনের উইকেট চাওয়া হয়েছিল, তা মোটেও সেধরনের না হওযায় অনুশীলন না করেই ফিরে যান মুশফিকরা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (শ্রীলঙ্কা ক্রিকেট) অসহযোগিতায় বিরক্ত প্রকাশ করেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ফাইনালের আগে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে কতটুকু কী অনুশীলন করতে পারবে দল, তা নিয়ে রয়েছে সংশয়।

বুদ্ধিমান হাথুরুর পরামর্শ মতোই কাজ করছে শ্রীলঙ্কা। আর এ কারণে পেমাদাসার অনুরূপ উইকেটে অথবা প্রেমাদাসায় অনুশীলন করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশকে। ভারত শ্রীলঙ্কা ফাইনাল খেললে বাণিজ্যিক দিক দিয়েও বেশ লাভ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (শ্রীলঙ্কা ক্রিকেট)। এটাও একটা কারণ হতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে প্রেমাদাসার ফ্ল্যাড লাইটে অনুশীলন করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের সে অনুরোধ রাখেনি শ্রীলঙ্কা ক্রিকেট। যে ধরনের উইকেট চাওয়া হয়েছিল অনুশীলনের জন্য, সেটাও প্রস্তুত করছে না তারা। যা নিয়ে হতাশ ও বিরক্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কা সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের ভালো বন্ধু। টেস্ট স্ট্যাটাস পাওয়া থেকে শুরু করে সবসময়ই বাংলাদেশের পাশে থেকেছে ক্রিকেট শ্রীলঙ্কা। লঙ্কানরা মানুষ হিসেবেও জটিল নন। তবে এবার বাংলাদেশ দলের সঙ্গে একটু জটিল ও নেতিবাচক আচরণই করে ফেলছে তারা। আর পেছনে হাত থাকতে পারে শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। মনে করা হচ্ছে, তার পরামর্শেই বাংলাদেশের চাহিদা অনুযায়ী অনুশীলনের ব্যবস্থা করছে না শ্রীলঙ্কা ক্রিকেট।

ফেমাসনিউজ২৪ডটকম/এফ/এন