logo

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৫ মাঘ, ১৪২৫

header-ad

আইসিসির মসনদে আবার মনোহর শশাঙ্ক

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১৫ মে ২০১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যানের পদে পুনর্নিবাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর। প্রাক্তন ইসিবি প্রধান জাইলস ক্লার্ক প্রয়োজনীয় সমর্থন আদায় করতে না পারায় মনোহরই ছিলেন আইসিসি বোর্ডের একমাত্র মনোনীত প্রার্থী।

স্বাভাবিকভাবেই দ্বিতীয় দফায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের স্বাধীন চেয়ারম্যান নিযুক্ত হতে ভোটাভুটির মুখে পড়তে হয়নি শশাঙ্ককে।

২০১৬ সালে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি শশাঙ্ক। দ্বিতীয় দফায় পুনর্নিবাচিত হওয়ায় আগামী দু’বছর আইসিসির মসনদ নিজের দখলে রাখতে চলেছেন তিনি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম