logo

সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | ৮ মাঘ, ১৪২৫

header-ad

বিচ্ছেদের পরও স্বামীর সমর্থনে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন স্ত্রী!

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১৩ জুন ২০১৮

সুইজারল্যান্ডের ফুটবলার ব্লেরিম জেমাইলির স্ত্রী। জেমাইলির প্রাক্তন স্ত্রী এবং মডেল এরহোনা সুলেজমানি বলেছিলেন, শারীরিক মিলনে জেমাইলি ততটা পটু নয়। যার জেরে তীব্র অশান্তি নেমে এসেছিল এরহোনা এবং জেমাইলির জীবনে।

শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু ফুটবল প্রেমের সামনে হার মেনেছে দাম্পত্যের তিক্ততা। ২০১৮ ফিফা বিশ্বকাপে প্রাক্তন স্বামীর হয়ে গলা ফাটাতে রাশিয়ায় যাবেন এরহোনা।

তিনি বলেছেন, জেমাইলি ও সুইৎজারল্যান্ড দলকে সমর্থন করতে আমি রাশিয়ায় যাব। এতে অবাক হওয়ার কিছু নেই। আমি ফুটবল ভালোবাসি। সুইজারল্যান্ডের সমর্থক আমি। তাছাড়া যাই ঘটুক না কেন, এটা ভুললে চলবে না, জেমাইলি আমার সন্তানদের বাবা।

জন্মসূত্রে এরহোনা আলবেনিয়ায় নাগরিক। কিন্তু এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আলবেনিয়া। তাই সুইজারল্যান্ডকেই সমর্থন করছেন তিনি। এরহোনার চোখে, ‘‌সুইস ফুটবলারদের মধ্যে সবচেয়ে সুন্দর রোমান বুরকি এবং রেমো ফ্রিউয়ার।

যদিও এরহোনা মনে করেন না সুইজারল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে। তিনি বলছেন, সুইসরা শেষ আটে উঠলেই আমি খুশি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম