logo

শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

ছবিতে দুই প্রেসিডেন্টের রসায়ন!

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১৮ জুলাই ২০১৮

উত্তপ্ত মাঠ। হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বলে কথা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ফুটবলারদের অনুপ্রেরণা জোগাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন দুই দেশের দুই প্রেসিডেন্ট।

শুধু অনুপ্রেরণা নয়, ফুটবলের প্রতি দুজনের আলাদা ভালোবাসাও আছে। যা তাদের উচ্ছ্বাসই প্রমাণ করে দিয়েছে গতকাল রোববার রাতে। কিন্তু কাপ একটাই।

ক্রোয়েশিয়াকে চোখে পানি নিয়ে মাঠ ছাড়তে হয়। হতাশ হয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার। কিন্তু দলের জয়োল্লাসে মেতে ওঠা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি।

তাকে আলিঙ্গনে বেঁধেছেন, হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেছেন। দুই প্রেসিডেন্টের খুঁনসুটি নজর কেড়েছে সবা বিশ্ববাসীর।

এর আগে, তিনি বলেছিলেন, ১৫ জুলাইয়ের ফাইনাল বিশ্বকাপ জিতব আমরা। আমাদের হাতে উঠবে ফুটবল বিশ্বকাপ।

ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার এর আগেও ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেন নিজ দলের জার্সি পরে স্টেডিয়ামে হাজির হয়ে। এবং দলের গোল দেখার পর উল্লাসে ফেটে পড়েন তিনি।

 

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি