logo

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪ ফাল্গুন, ১৪২৫

header-ad

৭ মাসের অন্তঃসত্ত্বা, তবুও টেনিস কোর্টে এই সুন্দরী

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১০ আগস্ট ২০১৮

ব়্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন সানিয়া মির্জা। কিন্তু কেউ কি জানেন এই সুন্দরী সাত মাসের অন্তঃসত্ত্বা?

এ কারণেই দীর্ঘদিন কোর্ট থেকে দূরে ছিলেন তিনি৷ কিন্তু আর থাকতে পারলে না৷ কোর্ট ও ব়্যাকেটের হাতছানি উপেক্ষা করতে পারলেন না ভারতীয় এই টেনিস সুন্দরী৷

অক্টোবরে মা হতে চলা সানিয়াকে দেখা গেল টেনিস ব়্যাকেট হাতে কোর্টে বল মারতে৷ বোন আনম মির্জার সঙ্গে রীতিমত টেনিস খেললেন তিনি৷ সাত মাসের অন্তঃসত্ত্বা বেশিরভাগ মহিলা যখন বিশ্রামে থাকেন, তখন ভারতীয় টেনিস সুন্দরী ব়্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন!

উল্লেখ্য, ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় সানিয়া মির্জার৷ আট বছর পর মা হতে চলেছেন তিনি৷

হাঁটুর চোটের কারণে গত বছর কোর্ট থেকে সরে দাঁড়িয়েছেন সানিয়া৷ অন্তঃসত্ত্বা হওয়ার পর অবশ্য পুরোপুরি বিশ্রাম নেন তিনি৷ এদিকে অন্তঃসত্ত্বার বিভিন্ন ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি৷ ব়্যাকেট হাতে কোর্টে বল মারার ভিডিও পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘টোল্ড ইউ…ক্যান নট কিপ মি অ্যাওয়ে..আই নিড সাম উইল টু মুভ থ্রু৷’

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি