logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

শচীন, সৌরভ ও লক্ষ্মণকে ছাঁটাই করা হচ্ছে

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১৪ আগস্ট ২০১৮

শচীন-সৌরভদের ‘ফ্রি অ্যাডভাইস’এর প্রয়োজন ফুরিয়েছের বোর্ডের৷ এবার থেকে টাকা দিয়ে পরামর্শ কিনতে চায় বিসিসিআই৷

কোচ বাছাই থেকে নির্বাচক কমিটি নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে বিসিসিআইকে পরামর্শ দেওয়ার জন্য গঠিত হয়ছিল ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি৷ জগমোহন ডালমিয়া ও অনুরাগ ঠাকুর বোর্ডের ক্ষমতায় থাকাকালীন শচীন, সৌরভ ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠন করা হয়েছিল এই কমিটি৷

অনিল কুম্বলেকে টিম ইন্ডিয়ার কোচ নিয়োগ ছিল তিন পরামর্শদাতার প্রথম অ্যাসাইনমেন্ট৷ পরে কুম্বলের জায়গায় রবি শাস্ত্রীকে ভারতীয় দলের দায়িত্ব দিয়েছিল ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিই৷ যদিও এক্ষেত্রে সিদ্ধান্ত কমিটির সর্বসম্মত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়৷ শাস্ত্রীর কোচ হওয়ার পিছনে কলকাঠি নেড়েছিলেন ক্যাপ্টেন কোহলিই৷

ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্যরা নিজেদের কাজের জন্য এতদিন কোনও পারিশ্রমিক নিতেন না৷ মাঝে সিএসি’র সদস্যরা টাকা পান কি না, এই নিয়ে গুঞ্জন উঠলে বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয় যে, নিতান্ত সাম্মানিক পদে নিযুক্ত রয়েছেন সচিনরা৷

এহেন অ্যাডভাইজরি কমিটির তিন সদস্যকে এবার ছেঁটে ফেলতে পারে বিসিসিআই৷ সিওএ প্রধান বিনোদ রাই তেমনটাই চাইছেন৷ শচীন, সৌরভ ও লক্ষ্ণণকে নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উত্থাপিত হওয়ায় বোর্ড কমিটি রেখে দিয়ে নতুন সদস্য নিয়োগ করতে চাইছে৷ সচিনদের বদলে অন্য কোনও প্রাক্তন ক্রিকেটারদের কমিটিতে নিয়ে আসতে চাইছে সিওএ৷

আরও উল্লেখযোগ্য বিষয় হল, এবার থেকে অ্যাডভাইজরি কমিটির সদস্যদের পাশ থেকে সাম্মানিক শব্দটি তুলে দিতে চলেছে বোর্ড৷ পরিবর্তে পারিশ্রমিকের বিনিময়ে পেশাদার কমিটি গঠন করতে তৎপর সিওএ৷

ফেমাসনিউজ২৪.কম/কেআর/এস