logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | ৫ বৈশাখ, ১৪২৬

header-ad

সাময়িক অবসরে মেসি

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১৫ আগস্ট ২০১৮

লিওনেল মেসি।এ বছর আর আর্জেন্টিনার হয়ে খেলছেন না লিওনেল মেসি। এমন তথ্যই জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের এমন তথ্যের পর ইএসপিএনও জানাচ্ছে সেপ্টেম্বরের প্রীতি ম্যাচে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষেও দেখা যাচ্ছে না প্রাণভোমরাকে। এমন খবরে দুইয়ে দুইয়ে চার মিলে যা দাঁড়াচ্ছে তা হলো- সাময়িক অবসর!

আর্জেন্টাইন ক্লারিন জানিয়েছে, বার্সেলোনা তারকা আর্জেন্টিনার অন্তর্বর্তী কোচ লিওনেল স্কালোনিকে সাফ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আসন্ন ম্যাচগুলোতে তার না থাকার কথা। এমনকি এ বছরের শেষভাগে এবং ২০১৯ কোপা আমেরিকায় খেলবেন কিনা এ নিয়েও কোনও কিছু জানাননি।

রাশিয়া বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গের পর গুঞ্জন উঠেছিল মেসিকে নিয়ে। শেষ ষোলোতে বিদায়ের পর দ্বিতীয়বারের মতো তার অবসরের খবর ভেসে বেড়াচ্ছিল।

২০১৬ কোপা আমেরিকায় চিলির কাছে হারের পর ক্ষোভে-দুঃখে মেসি অবসরের ঘোষণা দিয়ে ফেলেছিলেন। যদিও দুই মাস পর ভেবে চিন্তে মত পাল্টান।নতুন করে এমন পরিস্থিতিতে কী হতে যাচ্ছে তার রহস্য উন্মোচন করতে পারবেন কেবলই মেসি!-ইএসপিএন।

ফেমাসনিউজ২৪.কম/কেআর/এস