logo

মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | ২৯ কার্তিক, ১৪২৫

header-ad

হকি খেলোয়াড় থেকে স্পিকার

স্পোর্টস ডেস্ক | আপডেট: ১৫ আগস্ট ২০১৮

এক সময় তিনি তুখোড় হকি খেলোয়াড় ছিলেন। এখন তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদ্য নির্বাচিত স্পিকার। তার নাম আসাদ কায়সার। 

তবে সংসদের মাঠে এর আগেও খেলেছেন তিনি। সেটি ছিল প্রাদেশিক পরিষদ। খাইবার পাখতুনওয়া প্রাদেশিক পরিষদেও স্পিকারের ভূমিকা পালন করেছেন পিটিআই নেতা আসাদ কায়সার।

২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে ১৮ নম্বর আসন থেকে নির্বাচিত হন আসাদ কায়সার। ২০১৩ সালেও দুটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হন তিনি।

খাইবার পাখতুনওয়া প্রদেশে বেসরকারি স্কুল চালুর পথিকৃৎ আসাদ কায়সার। পিটিআই নেতা হওয়ার আগে তিনি পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা ছিলেন।

জামায়াতে ইসলামী থেকে ১৯৯৬ সালে পিটিআইয়ে যোগ দেন আসাদ।

খাইবার পাখতুনে সোয়াবি জেলায় জন্ম আসাদের। ছাত্রজীবনের খুব ভালো হকি খেলতেন আসাদ। দলের মূল খেলোয়াড় ছিলেন তিনি। তিনি ভলিবল খেলতেন বলেও তার এক বন্ধু জানিয়েছেন।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম