logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | ৫ বৈশাখ, ১৪২৬

header-ad

রাস্তি ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন বাহাদুরপুর

মহিবুল আহসান লিমন, মাদারীপুর প্রতিনিধি | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮

 

আজ মাদারীপুর জেলার আচমত আলি খান স্টেডিয়াম মাঠে উপজেলা পরিষদ, মাদারীপুর সদর এর বাবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে ১৫টি ইউনিয়ন ও মাদারীপুর পৌরসভাসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করে। আজ ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেন তারা হল, বাহাদুরপুর ইউনিয়ন ও রাস্তি ইউনিয়ন।

খেলার শুরুতেই ছিল উভয়পক্ষের টানটান উত্তেজনা, খেলার ১৫ মিনিটের মাথায় প্রথম গোলের শুভ সুচনা করেন বাহাদুরপুর ইউনিয়ন। কিন্তু গোল পরিশোধ করতে প্রতিপক্ষের বেসি সময় লাগলো না। হাফ টাইম হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল পরিষদ করে দেয় রাস্তি ইউনিয়ন। এরপর হাফটাইম শেষে শুরু হয় দ্বিতীইয়ারধের খেলা। খেলার শেষ টাইমেও কোনও গোল না হওয়ায় রেফারি নান্নু মুন্সি পেনাল্টি নেয়ার সিদ্ধান্ত নেন এবং পেনাল্টিতে ৪-২ গোলে রাস্তি ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাহাদুরপুর ইউনিয়ন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন- জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

ফেমাসনিউজ২৪.কম/কেআর/এস