logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

সুন্দরী নায়িকাকে ক্রিকেটারের গোপন ম্যাসেজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮

বেশকিছু বলিউড ছবিতে কাজ করে নামকরা তারকা চিত্রাঙ্গদা সিং। শুধু তাই নয় ‘হট অ্যান্ড গ্ল্যামার গার্ল’ হিসেবেও বলিউডে তার নাম, যশ রয়েছে। সেই নায়িকাকেই ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর পাঠালেন গোপন ম্যাসেজ!

সেই ম্যাসেজ বেশ বিব্রত চিত্রাঙ্গদা। বিষয়টি জানতে পেরে দুঃখপ্রকাশ করেছেন গৌতমও। কিন্তু কি সেই গোপন মেসেজ?‌ কেনই বা পাঠালেন ম্যাসেজ পাঠালেন গৌতম?‌ তাহলে কী নতুন কেমিস্ট্রি শুরু হচ্ছে?‌

গৌতম গম্ভীর জানিয়েছেন, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। সেটি এখন হ্যাকারদের নিয়ন্ত্রণে। শুধু বলিউড নায়িকাই নন, গৌতমের অ্যাকাউন্ট থেকে এসব বিব্রতকর গোপন ম্যাসেজ পেয়েছেন বিশ্বের অনেক নামি ক্রিকেটারও।

তালিকায় আছেন অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ক্লার্ক, কুমার সঙ্গাকারাও। গম্ভীর বিষয়টি খোলাসা করে একটি টুইট করে জানিয়ে দেন। তিনি জানান, আমার টুইটার হ্যান্ডল সম্ভবত হ্যাকড হয়েছে। অনুগ্রহ করে কোনও ম্যাসেজ পেলে সেটাকে অগ্রাহ্য করুন। পাশাপাশি আমি ভয় পাচ্ছি আপনাদের থেকেও কোনও গোপন তথ্য না হাতিয়ে নেয় হ্যাকাররা। সবাই সাবধান থাকুন।

ম্যাসেজটি তিনি বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকেও পাঠিয়েছেন, যা এখন ভাইরাল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গম্ভীর যখন এ সংক্রান্ত প্রথম পোস্টটি করেন, সেটি খানিক পরে ডিলিট করে দেয়া হয়। সেটাও যে হ্যাকারেরই কীর্তি তা জানিয়ে গৌতম আরও একটি টুইট করেন।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম