logo

রবিবার, ২৬ মে ২০১৯ | ১২ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

বিশ্বরেকর্ড গড়লেন এই নারী

স্পোর্টস ডেস্ক | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯

শুটিং বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন ইনি, যিনি হলেন ভারতের অপূর্বী চান্ডেলা। দিল্লিতে শনিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫২.‌৯ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড করেন চান্ডেলা।

বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে এ নিয়ে তিনটি পদক হয়ে গেল চান্ডেলার। এবারের বিশ্বকাপে দেশকে প্রথম পদক এনে দিলেন তিনিই।

চীনের রোউজু হাও পেলেন রুপা। তার পয়েন্ট ২৫১.‌৮। চীনেরই জু হং পেলেন ব্রোঞ্জ। তার প্রাপ্ত পয়েন্ট ২৩০.‌৪।

২০২০ টোকিও অলিম্পিকের আগেই জায়গা পাকা করে নিলেন চান্ডেলা। শুটিং বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে তিনি চতুর্থ স্থানে শেষ করেন।

কিন্তু ফাইনালে সবাইকে চমকে দেন। সবচেয়ে বড় কথা, গত তিন বছরে দু’‌বার বিশ্বরেকর্ড ভাঙলেন চান্ডেলা। গড়লেন নতুন রেকর্ড, যা পারফরম্যান্স করলেন বিশ্বকাপে।

তাতে অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন চান্ডেলা।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম