
মাদরাসা ছাত্র শেখ ইয়ামিন সিনান (১১) কবি নজরুল ক্রিকেট একাডেমিতে ক্লাস করতে আসে। আজও সিনানকে ক্রিকেট ক্লাসে নিয়ে এসেছিলেন মা ঝর্ণা আক্তার।
কিন্তু তখনো বন্ধুরা কিংবা প্রশিক্ষক না আসায় মাকে নিয়েই নেট প্র্যাকটিস শুরু করে দেয় সিনান। বোরখা পরিহিতা ঝর্ণা আক্তারকে ব্যাটিংয়ে পাঠিয়ে কিছুক্ষণ বোলিং করে সে। ছোট্ট সিনানের ছুড়ে দেওয়া বলের ঘূর্ণিতে ব্যাটসম্যান ঝর্ণা আক্তার পরাস্ত হলে, সাকিব আল হাসানের মতোই উচ্ছ্বাসে ফেটে পড়ে শিশুটি।